নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): ১৫ বছর পুরনো জাল ওষুধ মামলায় দোষী সাব্যস্ত বিহার সরকারের মন্ত্রী জীবেশ মিশ্রকে আক্রমণ করল কংগ্রেস। কংগ্রেস দল তাঁর পদত্যাগের দাবি জানিয়েছে।
কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত বলেন, জনজীবনের সঙ্গে থাকা একজন ব্যক্তি সাধারণ নাগরিকের কাছে জবাব দিতে হবে। এমন পরিস্থিতিতে নিজেরই নৈতিকতার ভিত্তিতে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত মন্ত্রী জীবেশ মিশ্রের। তিনি বলেন, জাল ওষুধ মামলা প্রকাশ্যে আসার পর কত কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কত ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে এবং এখন পর্যন্ত কতটা তদন্ত করা হয়েছে? সরকারের এই সব বলা উচিত।
বিহার সরকারের মন্ত্রী জীবেশ মিশ্র রাজনীতিতে আসার আগে ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং অল্টো হেলথলেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালক ছিলেন। ২০১০ সালে রাজস্থানের কানসারা ড্রাগস ডিস্ট্রিবিউটর থেকে কেনা সিপ্রোলিন ৫০০ ওষুধটি জাল বলে প্রমাণিত হয়, যা মিশ্রের কোম্পানি এবং আরও দুটি কোম্পানিকে সরবরাহ করেছিল। এই মামলায় রাজস্থান আদালত ৪ জুন ২০২৫ তারিখে মিশ্র সহ ৯ জনকে দোষী সাব্যস্ত করে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া