নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মধ্যে শনিবার আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি টুইট করেছেন, ওড়িশার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা এবং অটল সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এই উপলক্ষে, ওড়িশার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভবিষ্যৎ কৌশল, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় এবং রাজ্যের সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ও রাজ্য একটি সমৃদ্ধ ওড়িশা এবং একটি উন্নত ভারতের লক্ষ্য অর্জনে একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ