কানওয়ার যাত্রা উপলক্ষ্যে উত্তর প্রদেশে জোরদার নিরাপত্তা
লখনউ, ১২ জুলাই (হি.স.): কানওয়ার যাত্রা উপলক্ষ্যে উত্তর প্রদেশের জোরদার করা হচ্ছে নিরাপত্তা। কানওয়ার যাত্রার প্রস্তুতি সম্পর্কে উত্তর প্রদেশের ডিজিপি রাজীব কৃষ্ণ শনিবার বলেন, খাদ্য সুরক্ষার জন্য অনুমোদিত সংস্থাগুলি কানওয়ার রুটের ধাবাগুলি ক্রমাগত পরীক্
কানওয়ার যাত্রা উপলক্ষ্যে উত্তর প্রদেশে জোরদার নিরাপত্তা


লখনউ, ১২ জুলাই (হি.স.): কানওয়ার যাত্রা উপলক্ষ্যে উত্তর প্রদেশের জোরদার করা হচ্ছে নিরাপত্তা। কানওয়ার যাত্রার প্রস্তুতি সম্পর্কে উত্তর প্রদেশের ডিজিপি রাজীব কৃষ্ণ শনিবার বলেন, খাদ্য সুরক্ষার জন্য অনুমোদিত সংস্থাগুলি কানওয়ার রুটের ধাবাগুলি ক্রমাগত পরীক্ষা করছে। নিরাপত্তা এবং সহায়তার জন্য পুলিশ তাদের পাশে আছে। যদি কোনও নজরদারিকারী নিজেরাই এই সমস্ত চেকিং করার চেষ্টা করে, তবে তা ভুল। আমি ধাবা পরিচালনাকারীদের অনুরোধ করছি, তারা কানওয়ার যাত্রার অনুভূতিতে আঘাত করে এমন কিছু না করুন।

ডিজিপি রাজীব কৃষ্ণ আরও বলেন, প্রযুক্তি অত্যন্ত উন্নত স্তরে ব্যবহার করা হচ্ছে। প্রায় ৪০,০০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রায় ৪০০টি ড্রোন, যার মধ্যে অনেকগুলি এআই-সক্ষম, স্থাপন করা হয়েছে। তাদের ফিড আমাদের জোনাল সদর দফতরে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এএনপিআর ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার ফলে গাড়ির নম্বর প্লেট পড়া সম্ভব হবে। রুটে প্রায় ৪৫,০০০ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande