কলকাতা, ১২ জুলাই (হি.স.): বর্ষার বাতাস এখনও অতি সক্রিয়, তবে নিম্নচাপ দুর্বল হয়ে পড়েছে। যদিও, দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিভিন্ন জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩-১৫ জুলাই দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। রবিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে। চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণ হবে মঙ্গলবার থেকে। টানা বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ