আইআইএম ক্যাম্পাসের সামনে কংগ্রেসের বিক্ষোভ
কলকাতা, ১২ জুলাই (হি.স.): আইআইএম কলকাতার হস্টেলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। শনিবার সকালে জোকায় আইআইএম ক্যাম্পাসের সামনে পথে নামল কংগ্রেস। ঘটনার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান তুলে বিক্ষোভ দেখান রাজ্য কংগ্রেসের নেতৃত্ব। ন
আইআইএম ক্যাম্পাসের সামনে কংগ্রেসের বিক্ষোভ


কলকাতা, ১২ জুলাই (হি.স.): আইআইএম কলকাতার হস্টেলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। শনিবার সকালে জোকায় আইআইএম ক্যাম্পাসের সামনে পথে নামল কংগ্রেস।

ঘটনার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান তুলে বিক্ষোভ দেখান রাজ্য কংগ্রেসের নেতৃত্ব। নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। আটক করা হয় আশুতোষ-সহ কংগ্রেসের নেতা, কর্মীদের।

তাঁর কথায়, “শিক্ষার মন্দিরে এমন পাশবিক ঘটনা রাজ্যের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের ছবি স্পষ্ট করে দিচ্ছে। জোকা, যে প্রতিষ্ঠানের গর্বে গর্বিত হত বাঙালি, আজ সেই জায়গাই লজ্জার কারণ হয়ে দাঁড়াচ্ছে।”

ঘটনার সূত্রপাত শুক্রবার। অভিযোগ, দ্বিতীয় বর্ষের এক ছাত্র কাউন্সেলিং সেশনের নামে এক ছাত্রীকে হস্টেলে ডেকে নিয়ে যান। সিকিউরিটি রেজিস্টারে সই না করেই কীভাবে বয়েজ হস্টেলে প্রবেশ করলেন ছাত্রী? তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্র ভিজিটরস রুমে ওই ছাত্রীকে ঠান্ডা পানীয় ও কিছু খাবার দেন। অভিযোগ, সেই পানীয়তে মাদক মেশানো ছিল। পান করার পরই অজ্ঞান হয়ে পড়েন ছাত্রীটি। তার পরই তাঁর উপর পাশবিক অত্যাচার চলে বলে অভিযোগ। জ্ঞান ফেরার পর প্রতিবাদ করায়, তাঁকে মারধরও করা হয় বলে দাবি নির্যাতিতার।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande