বিলোনিয়া (ত্রিপুরা), ১২ জুলাই (হি.স.) : দুই দিনের বর্ষণে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া পুর এলাকাগুলির রাস্তাঘাট সহ বাড়িঘরে জল প্লাবনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
শনিবার দুপুরে বিলোনিয়া সফরে এসে কংগ্রেস ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, বর্ষার সময়ে জল জমার অভিজ্ঞতা কম বিলোনিয়াবাসীর। অতীতে জল জমত না। গত তিন বছরে অভিজ্ঞতা পাচ্ছে জল জমার বিষয়টি। বিলোনিয়া পুর পরিষদের নির্বাচনের নামে প্রহসন করে ভোট লুট করে যারা জয়লাভ করে ক্ষমতাসীন তারা জনস্বার্থে কাজ করছে না। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন জেলা শাসকের সাথে দেখা করে ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলি যেন সাহায্য সহযোগিতা পায় সেই দাবি রাখা হবে।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেস ভবনে দলীয় কর্মী সহ কিষাণ কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে সভা করেন। সভা শেষে জেলা শাসক মহম্মদ সাজাদ পি এর সাথে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিলোনিয়া পুর এলাকার জল নিষ্কাশন ও বাঁধ সংস্কার নিয়ে আলোচনা করেন। ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দাবি জানান। জেলা শাসকের সাথে সাক্ষাৎ এর পর বিলোনিয়ার আমজাদনগর এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das