স্কুল থেকে ফেরার পথে গাছ পড়ে মৃত্যু দুই পড়ুয়ার
টেহরি, ১২ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের টেহরি জেলাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে, শনিবার দুপুরে ঘনসালি তহসিলের পিলখি নৈল এলাকায়। জানা গেছে, স্কুল থেকে ঘরের পথে ফিরছিল তারা, তখনই আচমকাই পড়ে যায় এক বিশাল গাছ। পুলিশ সূত্রে জা
স্কুল থেকে ফেরার পথে গাছ পড়ে মৃত্যু দুই পড়ুয়া


টেহরি, ১২ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের টেহরি জেলাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে, শনিবার দুপুরে ঘনসালি তহসিলের পিলখি নৈল এলাকায়। জানা গেছে, স্কুল থেকে ঘরের পথে ফিরছিল তারা, তখনই আচমকাই পড়ে যায় এক বিশাল গাছ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের একজন দ্বাদশ শ্রেণির ছাত্র আরভ বিশ্ট (১৬), অপরজন নবম শ্রেণির ছাত্রী মানসী (১৪)। দু’জনেই নৈল গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পড়ুয়ার। জেলা বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, ঘটনার সময় প্রবল বাতাসে দুর্বল গাছটি হেলে পড়ে শিশুদের ওপর। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া। প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে সহানুভূতি জানানো হয়েছে এবং যথাযথ ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande