আঙ্কারা, ১৩ জুলাই (হি.স.): তুরস্কের আঙ্কারায় একটি ২৬ তলা আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় আড়াই মাসের এক শিশু-সহ তিন জনের মৃত্যু হয়েছে। ওই আবাসনের চতুর্থ তলায় প্রথমে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এই ঘটনায় ৭ জন দমকলকর্মী-সহ ৩৯ জন আহত হয়েছেন। তাঁরা চিকিৎসাধীন। এক জনের অবস্থা আশঙ্কাজনক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ