পাকিস্তানের থানায় ড্রোন হামলা জঙ্গিদের
খাইবার পাখতুনখোয়া, ১৩ জুলাই (হি.স.): পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি থানায় ড্রোন হামলা চালাল জঙ্গিরা। এক মাসের মধ্যে এই নিয়ে পাঁচ বার থানায় হামলা চালানো হয়েছে বলে খবর। রবিবার জানা গেছে, হামলায় পুলিশের কোনও ক্ষতি হয়নি এবং ভবনটিও সুরক্ষি
Drone


খাইবার পাখতুনখোয়া, ১৩ জুলাই (হি.স.): পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি থানায় ড্রোন হামলা চালাল জঙ্গিরা। এক মাসের মধ্যে এই নিয়ে পাঁচ বার থানায় হামলা চালানো হয়েছে বলে খবর।

রবিবার জানা গেছে, হামলায় পুলিশের কোনও ক্ষতি হয়নি এবং ভবনটিও সুরক্ষিত রয়েছে। শনিবার বান্নু জেলার মিরিয়ন থানাতেও জঙ্গিরা বোমা ফেলে বলে অভিযোগ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande