তেহরান, ১৩ জুলাই (হি.স.): ইজরায়েলি হানায় সামান্য আহত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। রবিবার এমনই একটি সংবাদ প্রকাশ্যে এসেছে। জানা গেছে, ১৬ জুন পশ্চিম তেহরানের একটি ভবনে পেজেকশিয়ানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলি সেনা। বেইরুটে হিজবুল্লা নেতা হাসান নাসারাল্লাকে হত্যার সময়ে যেমন অভিযান চালিয়েছিল ইজরায়েল, সেই ধাঁচেরই অভিযান এক্ষেত্রে চালানো হয়েছিল। তাতে ইরানি প্রেসিডেন্টের পায়ে সামান্য আঘাত লাগে। ওই ভবনে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হচ্ছিল বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ