বাইক চোর চক্রের চারজন গ্রেফতার
লোহরদগা, ১৩ জুলাই (হি.স.): বাইক চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করল পুলিশ। জেলায় ক্রমাগত বাইক চুরির ঘটনার পর থেকে পুলিশ লাগাতার অভিযান চালিয়েছিল। পুলিশ সূত্রে খবর পায় যে লোহারদগা কৃষি বাজার থেকে চুরি যাওয়া মোটরসাইকেল কেনাবেচা করা হচ্ছে। পুলিশ একটি
বাইক চোর চক্রের চারজন গ্রেফতার


লোহরদগা, ১৩ জুলাই (হি.স.): বাইক চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করল পুলিশ। জেলায় ক্রমাগত বাইক চুরির ঘটনার পর থেকে পুলিশ লাগাতার অভিযান চালিয়েছিল। পুলিশ সূত্রে খবর পায় যে লোহারদগা কৃষি বাজার থেকে চুরি যাওয়া মোটরসাইকেল কেনাবেচা করা হচ্ছে। পুলিশ একটি দল গঠন করে অভিযান চালায়। ধৃত বাইক চোরদের মধ্যে রয়েছে আফরাজ আনসারি, সাইদুল আনসারি, মকবুল আনসারি এবং আফতাব আনসারি। তাদের কাছ থেকে সাতটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা কুখ্যাত মোটরসাইকেল চোরের দল। সকলকে গ্রেফতার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande