বর্তমান ত্রিপুরা সরকারের লক্ষ্য জনজাতি অংশের মানুষের সামগ্রিক উন্নয়ন : মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৪ জুলাই (হি.স.) : বর্তমান ত্রিপুরা সরকারের লক্ষ্য জনজাতি অংশের মানুষের সামগ্রিক উন্নয়ন। সোমবার জিরানীয়ার বেলবাড়িতে জনজাতি গৌরব বর্ষের অঙ্গ হিসেবে ধরতি আবা জনভাগীদারি অভিযানের পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক সচেতনতা ও সহায়তা প্রদান শিবিরের উদ্বো
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ১৪ জুলাই (হি.স.) : বর্তমান ত্রিপুরা সরকারের লক্ষ্য জনজাতি অংশের মানুষের সামগ্রিক উন্নয়ন। সোমবার জিরানীয়ার বেলবাড়িতে জনজাতি গৌরব বর্ষের অঙ্গ হিসেবে ধরতি আবা জনভাগীদারি অভিযানের পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক সচেতনতা ও সহায়তা প্রদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়ন কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে এবং রাজ্যের জাতি জনজাতি অংশের মানুষের সম্প্রীতি আরও শক্তিশালী করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।জনজাতি অধ্যুষিত এলাকায় পরিকাঠামো উন্নয়ন সহ জনজাতিদের আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। জনজাতি অধ্যুষিত গ্রামগুলির উৎকর্ষ বৃদ্ধির জন্যই ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান শুরু হয়েছে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে জনজাতি অংশের মানুষের ঘরে ঘরে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতি অংশের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ২০১৮ সালের পর ২১টি একলব্য বিদ্যালয় চালু করা হয়েছে। বর্তমান সরকার কাজের মধ্য দিয়ে জনজাতিদের প্রকৃত উন্নয়ন ঘটাতে বদ্ধপরিকর।

পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, উপজাতি কল্যাণ দফতরের সচিব শসী কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার এসপি কিরণ কুমার কে, বেলবাড়ি বিএসি'র চেয়ারম্যান রাকেন দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী বিপিন দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande