পহেলগাম বাস স্ট্যান্ডে উদ্ধার গুজরাটের ব্যক্তির মৃতদেহ
শ্রীনগর , ১৪জুলাই (হি.স.): দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাম এলাকার বাস স্ট্যান্ডে সোমবার রহস্যজনকভাবে উদ্ধার হয় গুজরাটের এক ৫০ বছর বয়সী ব্যক্তির মৃতদেহ। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম নাগ রাজ। তিনি গুজরাটের বাও নগরের বাসিন্দ
পহেলগাম বাস স্ট্যান্ডে উদ্ধার গুজরাটের ব্যক্তির মৃতদেহ


শ্রীনগর , ১৪জুলাই (হি.স.): দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাম এলাকার বাস স্ট্যান্ডে সোমবার রহস্যজনকভাবে উদ্ধার হয় গুজরাটের এক ৫০ বছর বয়সী ব্যক্তির মৃতদেহ।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম নাগ রাজ। তিনি গুজরাটের বাও নগরের বাসিন্দা। সোমবার ভোরে পহেলগাম বাস স্ট্যান্ডের কাছে তার মৃতদেহ উদ্ধার করা হয়।তবে তার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande