বাজারিছড়া (অসম), ১৪ জুলাই (হি.স.) : মহাদেবের জন্মমাস হিসেবে পরিচিত শ্রাবণ মাসের প্রথম সপ্তাহের সোমবার পালিত হয় ভোলে-ব্যোম পর্ব। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার নয়, আষাঢ় মাসের ২৯ তারিখ। কিন্তু সংবৎ ৪ শ্ৰাবণ অনুযায়ী আজ প্ৰথম সোমবার পাথারকান্দি বিধানসভা এলাকার সব কয়টি চা বাগান ও বস্তি এলাকার মন্দিরে মন্দিরে শিবভক্তদের ভিড় উপচে পড়েছে।
অন্যাপন্যল বছরের মতো এবারও সংবৎ সনের দিন পঞ্জিকা মতে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু হয়েছে ভোলে-ব্যোম পুজো। চলবে পুরো মাসের আগাচমী চার সপ্তাহ ধরে। এ উপলক্ষ্যে ইতিমধ্যে বাজারিছড়া সহ লোয়াইরপোয়া এলাকার বিভিন্ন মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে।
আজ কাকভোরে পাথারকান্দি বিধানসভা এলাকার লোয়াইরপোয়া, ইচাবিল শিবেরগুল, হাতিখিরা, সলগই, বৈঠাখাল, চাঁদখিরা, দেওলাখাল, সোনাখিরা, মেদলি, পুথনি, চাম্পাবাড়ি, ভুবরিঘাট, লঙ্গাই, আদমটিলা প্রভৃতি এলাকার অসংখ্য পুণ্যাৰ্থী স্নান করে শুভ্র বস্ত্রে মহাদেবের রথ সহযোগে পায়ে হেঁটে বিভিন্ন ঘাট থেকে সুবর্ণের ঘটে পবিত্র জল সংগ্রহ করে সুসজ্জিত বাঁকের সাহায্যে নিজ নিজ এলাকার মন্দিরে গিয়ে মহাদেবের নামে পুজো দেন।
দেবাদিদেব মহাদেবের জন্মমাস বলে কথিত শ্রাবণ মাসে এই পূজার প্রচলন হয়ে আসছে যুগ যুগ ধরে। বিগত দিনে ভোলে-ব্যোম পুজো কেবলমাত্র হিন্দিভাষীদের মধ্যে প্রচলিত থাকলেও, সাম্প্ৰতিককালে সনাতনী অন্য ভাষাভাষী মানুষজনও ব্যা পকভাবে পালন করছেন। এই পুজোর মাধ্যদমে পুণ্যাৰ্থীরা মহাদেবের কাছে কায়মন চিত্তে নিজের পরিবার-পরিজন সহ দেশের মঙ্গল কামনা করে থাকেন। পুজোয় যাতে কোনও ধরনের বিঘ্ন না ঘটে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনও সজাগ দৃষ্টি রেখে চলছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস