১৩ জুলাই দিনটি কালা দিবস হিসেবে পালন কাশ্মীরি পণ্ডিতদের
জম্মু, ১৩ জুলাই (হি.স.): ১৯৩১ সালে কাশ্মীরি পণ্ডিতদের হত্যার স্মরণে ১৩ জুলাই দিনটি ''কালা দিবস'' হিসেবে পালন করলেন কাশ্মীরি পণ্ডিতরা। কাশ্মীরি পণ্ডিতরা রবিবার জম্মুতে কালো ফিতে পরে ‘কালা দিবস’ পালন করেন। অল স্টেট কাশ্মীরি পণ্ডিত কনফারেন্সের সভাপত
১৩ জুলাই দিনটি কালা দিবস হিসেবে পালন কাশ্মীরি পণ্ডিতদের


জম্মু, ১৩ জুলাই (হি.স.): ১৯৩১ সালে কাশ্মীরি পণ্ডিতদের হত্যার স্মরণে ১৩ জুলাই দিনটি 'কালা দিবস' হিসেবে পালন করলেন কাশ্মীরি পণ্ডিতরা। কাশ্মীরি পণ্ডিতরা রবিবার জম্মুতে কালো ফিতে পরে ‘কালা দিবস’ পালন করেন। অল স্টেট কাশ্মীরি পণ্ডিত কনফারেন্সের সভাপতি মতি লাল মাল্লা বলেন, আমাদের ভাইদের জাগানোর জন্য এই প্রতিবাদ প্রতি বছরই হয় এবং প্রতি বছরই হবে। ১৯৩১ সালের আগে, জাতীয় সম্মেলন মুসলিম সম্মেলন নামে পরিচিত ছিল এবং ১৯৩১ সালের পরে এটি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে। মহারাজগঞ্জে লুটপাট মহারাজা হরি সিংয়ের বিরুদ্ধে হয়েছিল। কংগ্রেসের সমর্থনে তার বিরুদ্ধে একটি অভিযান চালানো হয়েছিল। হিন্দুরা এই তারিখটিকে (১৩ জুলাই) লুটের তারিখ বলে।

মতি লাল মাল্লা আরও বলেছেন, কাশ্মীরি হিন্দুদের প্রস্থান ৮ বার ঘটেছে। আমরা দাবি করছি, শহীদ দিবস নিষিদ্ধ করা হোক, আমাদের সম্পত্তি যা অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল তা সমীক্ষা করা হোক এবং কেন আমাদের রাজ্য থেকে তাড়ানো হয়েছিল তা তদন্তের জন্য সুপ্রিম কোর্টের অধীনে একটি কমিশন গঠন করা হোক।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande