হাওড়া, ১৪ জুলাই (হি. স.) : নিজের বন্ধুকে খুনের ঘটনায় অভিযুক্ত আরও তিনজন বন্ধু। তাদের পুলিশ গ্রেফতার করেছে। হাওড়ার বি গার্ডেন এলাকার নস্কর পাড়ায় এ নিয়ে উত্তেজনা। পুরানো আক্রোশ থেকেই খুন কিনা এই নিয়ে তদন্তে জেরবার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান - রবিবার রাতেই ঘটনাটি ঘটেছে। সোমবার তা জানাজানি হয়েছে। ঘটনায় প্রকাশ, এদিন চার বন্ধু পুরানো কোনও এক ঝামেলা নিয়ে নিজেদের মধ্যেই বচসায় জড়িয়ে পড়ে। শুভজিৎ নামের জনৈক এক যুবক, ক্যারি রোডের বাসিন্দা শেখ সাহেব 'কে (২৩) প্রচন্ড জোরেই মুখে ঘুষি মারে বলে অভিযোগ পাওয়া গেছে। শেখ সাহেব মুহূর্তের মধ্যেই রাস্তায় ছিটকে পড়ে গেলেই মাথায় রক্তক্ষরণ শুরু হয়ে যায়। তড়িঘড়ি বন্ধুরা ও স্থানীয়রা মিলে হাওড়ার আন্দুল রোডের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্যারি রোড থেকে সাহেবের বাড়ির এবং পাড়ার লোকেরা হাসপাতালে ছুটে আসে। মুহূর্তের মধ্যেই এলাকা লোকারণ্য। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় পুলিশ এবং র্যাফ মোতায়েন করা হয়। থানার সামনেও প্রচুর মানুষ জড়ো হন। বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। এই ঘটনায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ মৃত যুবকের তিন বন্ধুকেই গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন বোটানিক্যাল গার্ডেন এলাকার বাসিন্দা। বাকি দু'জন নস্করপাড়ার বাসিন্দা বলে তদন্তের সূত্রে জানা গেছে। ধৃতদের সোমবার হাওড়া জেলা আদালতে তোলা হয়। ধৃত তিনজনকে পুলিশের হেফাজতে নিয়েই ঘটনার প্রকৃত কারণ নিয়ে জেরা করা শুরু হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত