শ্রীভূমি (অসম), ১৪ জুলাই (হি.স.) : আদালতের উচ্ছেদ নির্দেশে বুলডজার চালিয়ে শ্রীভূমি জেলার অন্তর্গত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার টুকেরবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (পিএইচসি)–এর একাংশ ভেঙে ধূলিস্যাত করে দিয়েছে জেলা প্রশাসন।
নিজের নির্বাচনী এলাকাধীন টুকেরবাজারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক সিদ্দেক আহমেদের দানকৃত জমিতে তৈরি হয়েছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। কিন্তু ওই জমির কিছু অংশ নিজের বলে দাবি করে আদালতে মামলা দায়ের করেছিলেন জনৈক মহিলা। অভিযোগ, স্থানীয় বিধায়ক সিদ্দেক আহমেদ যখন মন্ত্রী ছিলেন, তখন এই জমিটি দখল করে সেখানে হাসপাতাল নির্মাণের সুবিধা করে দিয়েছিলেন।
ইত্যবসরে আদালতে বেশ কয়েকবার শুনানি সম্পন্ন হয়। অবশেষে আদালতের রায় যায় মামলাকারিণীর পক্ষে। সে অনুযায়ী আদালত জেলার সাধারণ প্রশাসনকে নির্দেশ দেয়, টুকেরবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নির্দিষ্ট অংশ ভেঙে জমিটি মামলাকারিণীকে ফিরিয়ে দিতে।
আদালতের নির্দেশ, তাই কালবিলম্ব না করে আজ সোমবার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এবং নিলামবাজারের সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এক্সক্যাভ্যাটরের সাহায্যে টুকেরবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সীমানা দেওয়াল সহ একটি উল্লেখযোগ্য অংশ ভেঙে ফেলেছে প্রশাসন।
এদিকে স্বাস্থ্য কেন্দ্র ভাঙা পর্বে বহু মানুষের সঙ্গে সশরীরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সিদ্দেক আহমেদ। চোখের সামনে স্বাস্থ্য কেন্দ্র ভাঙার দৃশ্য দেখে দুঃখ এবং হতাশা ব্যক্ত করেছেন বিধায়ক সিদ্দেক।
এদিন সকালে প্রথমে ভূবাসন বিভাগের আধিকারিক-কর্মচারীরা জমির মাপ-জোক করেন। এর পর চলে বুলডজার। স্বাস্থ্য কেন্দ্র ভাঙা পৰ্ব যাতে নিৰ্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য গোটা এলাকায় মোতায়েন করা হয় বিশাল নিরাপত্তা বাহিনী।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস