এসএসসি-র নিয়োগ নিয়ে হাইকোর্টে শুনানী, ফের আইনি লড়াই চরমে
কলকাতা, ১৪ জুলাই (হি.স.): শিক্ষক নিয়োগ দুর্নীতির পর বাতিল হওয়া প্রায় ২৬ হাজার চাকরি নিয়ে ফের আইনি লড়াই চরমে। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সোমবার শুনানি হয়। তবে বিচারপতি সৌমেন সেন ও ব
এসএসসি-র নিয়োগ নিয়ে হাইকোর্টে শুনানী, ফের আইনি লড়াই চরমে


কলকাতা, ১৪ জুলাই (হি.স.): শিক্ষক নিয়োগ দুর্নীতির পর বাতিল হওয়া প্রায় ২৬ হাজার চাকরি নিয়ে ফের আইনি লড়াই চরমে। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সোমবার শুনানি হয়। তবে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত এদিন আদালতে জানান, “সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করলেও, ২০১৬ সালের নিয়মেই ফের নিয়োগ করতে হবে এমন নির্দেশ দেয়নি। শুধু বলেছে শূন্যপদ পূরণ করতে হবে। সেই নির্দেশ মেনেই এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।”

তিনি বলেন, “এসএসসি-র বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। প্রায় ১৮০টি রিভিউ পিটিশনও জমা পড়েছে। কারও আপত্তি থাকলে, সঠিক জায়গা সুপ্রিম কোর্ট।”

তবে মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাফ বক্তব্য, “আগের নিয়োগ দুর্নীতির জন্য বাতিল হয়েছে। সেই শূন্যপদে নিয়োগ করতেই হবে। নতুন নিয়ম করে এসএসসি যোগ্যতার মান বদল করেছে, যা বেআইনি।”

এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী অনিন্দ্য মিত্র প্রমুখের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রায়দান আপাতত স্থগিত রাখা হল। আপাতত এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়া কার্যকর থাকবে কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande