সমাধিস্থলে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ওমর আবদুল্লাহর বাধা নিয়ে প্রশ্ন
শ্রীনগর, ১৪ জুলাই (হি.স.): সোমবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতারা শ্রীনগরের শহীদ কবরস্থানে গিয়ে কাশ্মীরি মুসলিম বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে যান। রক্ষীদের বাধা অগ্রাহ্য করে মুখ্যমন্ত্রী ওমর আবদ
সমাধিস্থলে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ওমর আবদুল্লাহর বাধা নিয়ে প্রশ্ন


শ্রীনগর, ১৪ জুলাই (হি.স.): সোমবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতারা শ্রীনগরের শহীদ কবরস্থানে গিয়ে কাশ্মীরি মুসলিম বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে যান। রক্ষীদের বাধা অগ্রাহ্য করে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সমাধিস্থলের দেওয়াল বেয়ে উঠতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ১৩ জুলাইকে সরকারি ছুটির দিন হিসেবে পুনর্বহাল করার জন্য রাজনৈতিক দলগুলির পুনর্বার আহ্বান জানায়। ক্ষমতাসীন এনসি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ১৩ জুলাই ‘শহীদ কবরস্থান’-এ যাওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চায়।

কিন্তু শ্রীনগর পুলিশ রবিবার টুইট করে সতর্ক করে দেয় যে আদেশ লঙ্ঘনের ফলে প্রযোজ্য আইন অনুসারে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশিকায় বলা হয় সাধারণ জনগণ যেন এই নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলেন। জেলা প্রশাসনের আদেশ যেন লঙ্ঘন করা না হয়। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) ও রক্ষীরা সমাধিস্থল ‘মাজার-এ-শুহাদা’-র প্রবেশপথ বন্ধ করে দেয়।

প্রসঙ্গত, ওই রাজ্যের শাসক এনসি, পিডিপি এবং আপনি পার্টি (জেকেএপি) সহ রাজনৈতিক দলগুলি ১৩ জুলাইকে শহীদ দিবস হিসেবে উদযাপনের জন্য অনুষ্ঠান পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছিল।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande