পূর্ব সিংভূম,১৪ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডে বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শিব শঙ্কর মাহাতো (২৫)। রবিবার রাতে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সুন্দারনগর থানার অন্তর্গত এলাকায় প্রবল বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। জানা গেছে, দিনভর কাজ সেরে বাড়ি ফিরছিলেন শিব শঙ্কর। ফেরার পথে প্রবল বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছের নিচে আশ্রয় নেন। কিছুক্ষণ পরই হঠাৎ সেই গাছের ওপর বজ্রপাত হয়। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সোমবার সকালে ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরিবার সূত্রে খবর, শিব শঙ্কর একজন শ্রমিক ছিলেন। তাঁর স্ত্রী ৮ মাসের সন্তানসম্ভবা। অকালমৃত্যুতে শোকস্তব্ধ বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও আত্মীয়রা। গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য