রাজস্থানে উল্টে গেল অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার, আতঙ্কে হাসপাতাল খালি
চিতোরগড়, ১৫ জুলাই(হি.স.): সালফিউরিক অ্যাসিডে ভর্তি একটি ট্যাঙ্কার উল্টে হইচই পড়ে গেল চিতোরগড়–উদয়পুর জাতীয় সড়কে। সোমবার রাতে কাপাসন থানার কাছে এক হাসপাতালের ঠিক পাশেই এই দুর্ঘটনা ঘটে। দ্রুত অ্যাসিড ছড়িয়ে পড়ায় রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি ভয়াব
রাজস্থানে উল্টে গেল অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার, আতঙ্কে হাসপাতাল খালি


চিতোরগড়, ১৫ জুলাই(হি.স.): সালফিউরিক অ্যাসিডে ভর্তি একটি ট্যাঙ্কার উল্টে হইচই পড়ে গেল চিতোরগড়–উদয়পুর জাতীয় সড়কে। সোমবার রাতে কাপাসন থানার কাছে এক হাসপাতালের ঠিক পাশেই এই দুর্ঘটনা ঘটে। দ্রুত অ্যাসিড ছড়িয়ে পড়ায় রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি ভয়াবহতা আঁচ করে হাসপাতালে ভর্তি রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া শহরের অন্যত্র হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দারিবা মাইনস থেকে নানদেদ (মহারাষ্ট্র) যাওয়ার পথে রাস্তার মোড়ে দিয়ে যাওয়ার সময় ট্যাঙ্কারটির কেবিন আলাদা হয়ে যায়। প্রায় ৯৮ শতাংশ ঘন অ্যাসিড রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় প্রশাসন, পুলিশ, স্থানীয় বিধায়ক এবং দারিবা মাইনস ও চাঁদেরিয়া জিঙ্ক স্মেল্টারের বিপর্যয় মোকাবিলা দল। বিপদ এড়াতে রাস্তা ঘিরে চুন ছড়ানো হয়। মঙ্গলবার জানা গেছে ,অ্যাসিড অন্য ট্যাঙ্কারে স্থানান্তরিত করার কাজও চলে রাতভর। কোনও হতাহতের খবর না থাকলেও দীর্ঘক্ষণ জাতীয় সড়কে আতঙ্ক ছড়ায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande