দেরাদুন, ১৫ জুলাই (হি.স.) : উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার মুলালিতে একটি গাড়ি নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। আহত আরও ছয়জন। সকলের চিকিৎসা চলছে। গাড়িতে কতজন ছিল সে সম্পর্কে সরকারি তথ্য পাওয়া যায়নি। পিথোরাগড়ের জেলা ম্যাজিস্ট্রেট বিনোদ গোস্বামী ঘটনাস্থলে একটি দল পাঠিয়েছেন এবং পুলিশ, রাজস্ব, দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং স্থানীয় মানুষ ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।
পুলিশ আধিকারিক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, মঙ্গলবার বিকেল ৫.২০ মিনিটে তহসিল দেওয়ালথালের অধীনে থাল মুওয়ানি মোটর রোডের মুওয়ানি সেতুর কাছে একটি গাড়ি মুন্সিয়ারি থেকে পিথোরাগড়ের দিকে আসছিল। মুওয়ানি সেতুর কাছে এটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ, রাজস্ব দল, স্থানীয় লোকজন, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। এই দুর্ঘটনায় আটজন নিহত এবং ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ও মৃতদের সকলকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে দুজনকে পিথোরাগড় জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি