পরস হাসপাতালে গুলিকাণ্ডে বিহারের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন বিরোধীদের
পাটনা, ১৭ জুলাই (হি.স.): পাটনার পরস হাসপাতালে গুলিকাণ্ডে বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিরোধীরা। বৃহস্পতিবার পাটনার পরস হাসপাতালে চলল গুলি। কুখ্যাত এক বন্দিকে নিশানা করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাটনার এসএসপি কার্তিকেয় কে শর্ম
পাটনার পরস হাসপাতালে চলল গুলি, বন্দিকে নিশানা দুষ্কৃতীদের


পাটনা, ১৭ জুলাই (হি.স.): পাটনার পরস হাসপাতালে গুলিকাণ্ডে বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিরোধীরা। বৃহস্পতিবার পাটনার পরস হাসপাতালে চলল গুলি। কুখ্যাত এক বন্দিকে নিশানা করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাটনার এসএসপি কার্তিকেয় কে শর্মা পরস হাসপাতালে পৌঁছন। পুলিশ সূত্রের খবর, প্যারোলে থাকা এক বন্দিকে চিকিৎসার জন্য পরস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের ভিতরে অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাকে গুলি করে। ওই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে। তদন্ত চলছে।

এই ঘটনা প্রসঙ্গে আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, বিহারে 'গুণ্ডা রাজ' চলছে। অপরাধীরা আর পুলিশকে ভয় পায় না। বিহারে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে। রাজ্য সরকার নীরব, বিহারে কেউ নিরাপদ নয়। বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। কংগ্রেস সাংসদ অখিলেশ প্রসাদ সিং বলেছেন, বিহারে কেউ নিরাপদ নয়, এনডিএ শাসনকালে খুনের ঘটনা বেড়েছে। নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে। আরজেডি নেতা তেজস্বী যাদব প্রশ্ন করেছেন, বিহারে কেউ কি নিরাপদ?

বিহারে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব বলেছেন, আমি রাজ্যপালের কাছে অনুরোধ করব, বিহারে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য। নার্স, ডাক্তার, কেউই বিহারে নিরাপদ নয়। এই নেতারা কেবল টাকার ভিত্তিতে রাজনীতি করতে পারে, তারা বন্দুকবাজদের রক্ষা করে। বিহারে প্রশাসন বলে কিছু নেই। তারা মাফিয়াদের আশ্রয় দেয়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সরকার চালাচ্ছেন না। বিজেপি সরকার চালাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande