শুক্রবার বিহার সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন ও শিলান্যাস করবেন একাধিক উন্নয়ন প্রকল্পের
পাটনা, ১৭ জুলাই (হি.স.): শুক্রবার বিহার সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি এই সফর নিয়ে ৫৩ বার বিহার সফর করবেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের পূর্ব চম্পারণের মতিহারীতে ৭,২১৭ কোটি টাকার উন্নয়ন প্রক
শুক্রবার বিহার সফরে প্রধানমন্ত্রী


পাটনা, ১৭ জুলাই (হি.স.): শুক্রবার বিহার সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি এই সফর নিয়ে ৫৩ বার বিহার সফর করবেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের পূর্ব চম্পারণের মতিহারীতে ৭,২১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই বিষয়ে জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী দারভাঙ্গা-নারকটিয়াগঞ্জের মধ্যে রেললাইন প্রসারিত করার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর পাশাপাশি, তিনি জাতীয় সড়ক-৩১৯ এর পারাইয়া (বোধগয়া) থেকে মোহনিয়া (কৈমুর)-এ ৪ লেনের উদ্বোধন করবেন। এছাড়াও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন যে, বিহারকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রধানমন্ত্রী মোদীর সফর বিহারের মতো একটি পিছিয়ে পড়া রাজ্যের উন্নয়নকে শক্তিশালী করে তুলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande