(আপডেট) উত্তরাখণ্ডে যাত্রী বোঝাই ট্রাক উল্টে মৃত ৩, আহত ১৯
দেহরাদূন , ২ জুলাই (হি.স.): কানওয়ারিয়া নিয়ে হর্ষিলের পথে যাত্রা ছিল। কিন্তু পথে সঙ্গী হল মৃত্যু। উত্তরাখণ্ডের ঋষিকেশ-গঙ্গোত্রী জাতীয় সড়কে তাছলা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন কানওয়ারিয়া যাত্রী। বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়
(আপডেট) উত্তরাখণ্ডে যাত্রী বোঝাই ট্রাক উল্টে মৃত ৩, আহত ১৯


দেহরাদূন , ২ জুলাই (হি.স.): কানওয়ারিয়া নিয়ে হর্ষিলের পথে যাত্রা ছিল। কিন্তু পথে সঙ্গী হল মৃত্যু। উত্তরাখণ্ডের ঋষিকেশ-গঙ্গোত্রী জাতীয় সড়কে তাছলা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন কানওয়ারিয়া যাত্রী। বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তাঁদের ট্রাক। ঘটনায় জখমের সংখ্যা বেড়ে আরও ১৯ জন, তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের বুলন্দশহরের সিকন্দরাবাদ এলাকা থেকে ২১ জন কানওয়ারিয়া যাত্রী একটি ট্রাকে করে হর্ষিলের উদ্দেশে রওনা দিয়ে ছিলেন। তাছলা এলাকায় ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় মৃত্যু হয় তিন জনের। মৃতদের নাম বিকি (২৭), সুনীল সাইনি (৪২), এবং সঞ্জয় সিং (৪৬)। তিন জনেই বুলন্দ শহরের বাসিন্দা।

খবর পেয়ে পুলিশ ও এসডিআরএফ-এর দল ঘটনাস্থলে পৌঁছে শুরু করে উদ্ধারকাজ। জানা গেছে , একটি ৪ বছরের শিশুও ট্রাকের সামনে আটকে পড়েছিল, যাকে জীবিত উদ্ধার করা গিয়েছে। বাকি ১৯ জন আহতদের মধ্যে ১৫ জনকে নিয়ে যাওয়া হয়েছে নরেন্দ্রনগর সাব-ডিভিশনাল হাসপাতালে, আর তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর করা হয়েছে এআইআইএমএস ঋষিকেশে। আহতদের অধিকাংশই সিকন্দরাবাদ, বুলন্দশহরের বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছে ছিলেন জেলাশাসক নীতিকা খাণ্ডেলওয়াল ও পুলিশ সুপার আয়ুষ আগরওয়াল। পরিবহন দফতরের সূত্রে প্রাথমিক অনুমান, পাহাড়ি ঢালু পথে ব্রেক কাজ না করাতেই এই দুর্ঘটনা। তবে তদন্ত এখনও চলছে।

ঘটনার পরই শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আহতদের দ্রুত চিকিৎসা ও পরিবারগুলিকে সহায়তা দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও ঘটনাস্থলে যান রাজ্যের বনমন্ত্রী সুবোধ উনিয়ালও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande