বৃহস্পতিবার ভারতে ফের উধাও পাকিস্তানের একাধিক সেলেব্রিটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট
নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): মাঝে মাত্র কয়েক ঘণ্টার ছাড়। ফের পাকিস্তানের একাধিক সেলেব্রিটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট উধাও হয়ে গেল ভারতে। পহেলগাম কাণ্ডের পর থেকে এদেশে নিষিদ্ধ করা হয়েছিল পাক অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তবে বুধবার ব
Social Media


নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): মাঝে মাত্র কয়েক ঘণ্টার ছাড়। ফের পাকিস্তানের একাধিক সেলেব্রিটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট উধাও হয়ে গেল ভারতে। পহেলগাম কাণ্ডের পর থেকে এদেশে নিষিদ্ধ করা হয়েছিল পাক অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তবে বুধবার বিকালে আচমকা এই সব সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ভারতে দেখা যাচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে ফের অ্যাকাউন্টগুলি উধাও হয়ে গিয়েছে। বলা হচ্ছে, এই অ্যাকাউন্টটি ভারতে উপলব্ধ নয়। আমরা আইনি অনুরোধ মেনে এই কনটেন্ট সীমাবদ্ধ করেছি। যদিও ভারত সরকারের তরফে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনবর্হাল নিয়ে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

উল্লেখ্য, পহেলগামে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে একগুচ্ছ পদক্ষেপ করেছিল কেন্দ্রীয় সরকার। সিন্ধু জল চুক্তি রদ করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু হয় অপারেশন সিঁদুর। পাকিস্তানের একাধিক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ব্লক করা হয় ভারতে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande