নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): দিল্লির লাজপত নগর এলাকায় হাড়হিম হত্যা। ওই এলাকার এক আবাসনের ফ্ল্যাট থেকে বুধবার রাতে উদ্ধার হয় এক মহিলা ও তাঁর ছেলের ক্ষতবিক্ষত মৃতদেহ। মৃতদের নাম রুচিকা (৪২) এবং কৃষ (১৪)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মা-ছেলের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই মুকেশ (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, রুচিকার পরিবারের পরিচারকের কাজ, গাড়ি চালানো এবং দোকানের কাজেও সাহায্য করত মুকেশ। ঘটনার পর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। তখনই সে স্বীকার করে যে, রুচিকা তাকে বকার পর সে ওই দু’জনকে খুন করেছে। পুলিশ এখনও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। মুকেশ আদতে বিহারের বাসিন্দা এবং দিল্লির অমর কলোনিতে থাকত। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল মুকেশ। তার খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে, তাকে দীনদয়াল উপাধ্যায় জংশনের একটি ট্রেন থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় মুকেশ জানিয়েছে, রুচিকা তাকে বকাবকি করেছিলেন। সেই রাগে তিনি মা ও ছেলেকে কুপিয়ে খুন করে পালিয়ে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ