কলকাতা, ৩ জুলাই (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্য সভাপতি হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নিলেন শমীক ভট্টাচার্য ৷ এদিন কলকাতার সায়েন্স সিটিতে বিজেপির তরফে আয়োজিত ‘রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ’ নামে এক অনুষ্ঠানে তাঁর হাতে বঙ্গ বিজেপির ব্যাটন তুলে দেন দলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷
গত মঙ্গলবার বঙ্গ বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে সভাপতি নির্বাচনের ঘোষণা করা হয়৷ বুধবার ছিল মনোনয়ন পর্ব৷ সেই পর্ব মিটতেই স্পষ্ট হয়ে যায় যে বিজেপিতে সুকান্ত মজুমদারের উত্তরসূরী হতে চলেছেন রাজ্যসভার সাংসদ শমীকবাবু৷ তার পর এদিন সায়েন্স সিটিতে আনুষ্ঠানিকভাবে বঙ্গ বিজেপির ‘অধিনায়ক’-এর দায়িত্ব নেন তিনি৷
এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরাজ্যে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য নেতা রাহুল সিনহা, প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ-সহ আরও অনেকে ৷
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত