বিহারে আম আদমি পার্টি একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে: অরবিন্দ কেজরিওয়াল
গান্ধীনগর, ৩ জুলাই (হি.স.): বিহারে নির্বাচনের আগেই ইন্ডি জোট ভেঙে গেছে। জোট গঠনের সময় লালু প্রসাদ যাদবের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে আম আদমি পার্টি একাই বিহার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুদিনের গুজরাট সফরে আহম
বিহারে আম আদমি পার্টি একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে: অরবিন্দ কেজরিওয়াল


গান্ধীনগর, ৩ জুলাই (হি.স.): বিহারে নির্বাচনের আগেই ইন্ডি জোট ভেঙে গেছে। জোট গঠনের সময় লালু প্রসাদ যাদবের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে আম আদমি পার্টি একাই বিহার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুদিনের গুজরাট সফরে আহমেদাবাদে আসা অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার বলেন, ইন্ডি নামের জোট কেবলমাত্র লোকসভা নির্বাচন পর্যন্ত ছিল।

কেজরিওয়াল আরও বলেন, কংগ্রেস এখন গুজরাটে নিশ্চিহ্ন হওয়ার পথে। ভিসাবদর উপনির্বাচনে কংগ্রেস নিশ্চিত পরাজিত জেনেও বিজেপিকে জয়ী করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। তা সত্ত্বেও, আমরা কংগ্রেস থেকে আলাদাভাবে লড়াই করে তিনগুণ বেশি ভোটে জিতেছি। এর ফলে গুজরাটের জনগণের কাছ থেকে বার্তা এসেছে যে বিজেপি এবং কংগ্রেসের বিকল্প হল আম আদমি পার্টি। আমরা ভবিষ্যতেও গুজরাটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং জিতব। দিল্লিতে পরাজয়ের বিষয়ে তিনি বলেন, রাজনীতিতে উত্থান-পতন হবে। কেজরিওয়াল দাবি করেন যে পঞ্জাবে আবার আমাদের সরকার গঠন হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande