ভূমিধসে রাস্তা বন্ধ, কেদারনাথ থেকে ফেরা পুণ্যার্থীদের উদ্ধার
দেহরাদূন, ৩ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডে অবিরাম বৃষ্টি ও আবহাওয়ার অবনতির মধ্যে কেদারনাথ থেকে ফেরা ৪০ জন পুণ্যার্থীকে শোনপ্রয়াগ থেকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বুধবার রাতে ভূমিধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা আটকে পড়েন। উদ্ধারকারী দল পৌঁছে র
ভূমিধসে রাস্তা বন্ধ, কেদারনাথ থেকে ফেরা পুণ্যার্থীদের উদ্ধার


দেহরাদূন, ৩ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডে অবিরাম বৃষ্টি ও আবহাওয়ার অবনতির মধ্যে কেদারনাথ থেকে ফেরা ৪০ জন পুণ্যার্থীকে শোনপ্রয়াগ থেকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বুধবার রাতে ভূমিধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা আটকে পড়েন। উদ্ধারকারী দল পৌঁছে রাতেই কাজ শুরু করে।

জানা গিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে যমুনোত্রীর পথেও। ভেসে গিয়েছে কিছু রাস্তা। বিদ্যুৎ সরবরাহ ব্যহত হয়েছে। চাম্বা ব্লকের কয়েকটি অংশে জল সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দেহরাদূন, গাড়ওয়াল, তেহরি, নৈনিতাল, বাগেশ্বর জেলার কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande