লখনউ, ৩ জুলাই (হি.স.): সরকারি স্কুলগুলিকে মিশিয়ে দেওয়ার পদক্ষেপের পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার উত্তর প্রদেশ সরকারকে বিষয়টি নিয়ে নিশানা করেন তিনি।
অখিলেশ বলেন, বিজেপি ভবিষ্যত প্রজন্মকে তাদের শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। পুরো শিক্ষা ব্যবস্থারই মান নামছে বলে দাবি করেন তিনি। অখিলেশ বলেন, আমাদের যুক্তি হল, যখন একজন ভোটারের জন্য একটি বুথ তৈরি করা সম্ভব, তাহলে কেন ৩০ জন শিশুর জন্য একটি স্কুল চালানো যাবে না?
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ