পাথারকা‌ন্দির তিন পঞ্চায়েতে মনোনীত সভানেত্রী এবং সহ-সভানেত্রী-সভাপতি
পাথারকা‌ন্দি (অসম), ২ জুলাই (হি.স.) : পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার দু‌টি ব্লক কার্যালয়ে অনু‌ষ্ঠিত সভায় নতুন ক‌রে তিন গ্ৰাম পঞ্চায়েত (জিপি)-এর সভানেত্রী এবং সহ-সভানেত্রী ও সভাপতি ম‌নোনীত করা হয়েছে। আজ বুধবার তিনটি পৃথক পৃথক অনুষ্ঠা‌নে পাথারকা‌ন্দি ব
পাথারকা‌ন্দির তিন জিপিতে ম‌নোনীত নতুন সভানেত্ৰী ও সহ-সভানেত্ৰী


পাথারকা‌ন্দি (অসম), ২ জুলাই (হি.স.) : পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার দু‌টি ব্লক কার্যালয়ে অনু‌ষ্ঠিত সভায় নতুন ক‌রে তিন গ্ৰাম পঞ্চায়েত (জিপি)-এর সভানেত্রী এবং সহ-সভানেত্রী ও সভাপতি ম‌নোনীত করা হয়েছে।

আজ বুধবার তিনটি পৃথক পৃথক অনুষ্ঠা‌নে পাথারকা‌ন্দি ব্লক কাৰ্যাল‌য়ে অনুষ্ঠিত প্রথম সভায় সর্বসম্ম‌তিক্রমে পুতনি জিপিতে সভানেত্রী প‌দে নমিতা গোয়ালা চাষা এবং সহ-সভা‌নেত্রী প‌দে বর্ণালি পলাইকে ম‌নোনীত করা হয়। সভার শুরু‌তে নবনির্বা‌চিত প্রত্যেক সদস্য-সদস্যাকে শপথবাক্য পাঠ করান পাথারকান্দির অ্যাটাচ সার্কল অফিসার অদিতি নুনিসা। উপ‌স্থিত ছি‌লেন বি‌ডিও অজয় কার্কিছেত্রী।

প্রসঙ্গত, বিগত মেয়াদের পাঁচ বছরও ন‌মিতা গোয়ালা চাষা পুত‌নি জি‌পির সভা‌নেত্রী ছি‌লেন। সভা‌ শে‌ষে নতুন সভানেত্রী ও সহ-সভা‌নেত্রী‌কে পাথারকা‌ন্দি ব্লক মণ্ডল বিজেপি কার্যলয়ে সং‌ক্ষিপ্ত প‌রিস‌রে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

আজকের অন্যে অনুষ্ঠা‌নে লোয়াইর‌পোয়া ব্ল‌কের প্রথম সভায় সর্বসম্ম‌তিক্রমে সলগই জি‌পির পল্লবী কানু‌কে সভা‌নেত্রী ও সা‌ব্বির আহ‌মে‌দকে সহ-সভাপ‌তি প‌দে মনোনীত করা হয়। ‌দ্বি‌তীয় সভায় সর্বসম্ম‌তিক্রমে ঝের‌ঝে‌রি জি‌পিতে সভা‌নেত্রী প‌দে শাহনাজ পার‌ভিন এবং সহ-সভা‌নেত্রী প‌দে আনোয়ারা‌ বেগম লস্কর‌কে মনোনীত করা হয়। এর আগে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত প্রত্যেক ওয়ার্ড মেম্বারদের শপথবাক্য পাঠ করা‌নো হয়েছে। উপস্থিত ছিলেন সরকা‌রি আধিকা‌রিক দ্বীপসুন্দর রায়, বিশ্ব‌জিৎ দাস, দেবব্রত দাস, অশোক সিনহা প্রমুখ।

প‌রে মণ্ডল কার্যাল‌য়ে তাঁদেরকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। নবনির্বা‌চিত তিন সভানেত্ৰী ও সহ-সভানেত্ৰী-সভাপ‌তি‌দের মি‌ছিল‌ করে নিজের নিজের জি‌পি‌তে নি‌য়ে যাওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande