পুলিশের গুলিতে জখম পুরস্কার ঘোষিত দুই দুষ্কৃতী
কানপুর, ৩ জুলাই (হি.স.): পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষের পর ২৫ হাজার টাকা পুরস্কারঘোষিত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, ফজলগঞ্জ থানা এলাকার গোবিন্দপুরী শিল্পাঞ্চলে। ধৃত দুষ্কৃতীরা শহীদ পিচ্চা গ্যাংয়ের সদস্য। দুদিন আগে আরেক দুষ্ক
পুলিশের গুলিতে জখম পুরস্কার ঘোষিত দুই দুষ্কৃতী


কানপুর, ৩ জুলাই (হি.স.): পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষের পর ২৫ হাজার টাকা পুরস্কারঘোষিত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, ফজলগঞ্জ থানা এলাকার গোবিন্দপুরী শিল্পাঞ্চলে। ধৃত দুষ্কৃতীরা শহীদ পিচ্চা গ্যাংয়ের সদস্য। দুদিন আগে আরেক দুষ্কৃতী এজাজউদ্দিন ওরফে সাবলুকে গুলি করার ঘটনায় পিচ্চা গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।

এই ঘটনায় আহত সাবলু শহীদ পিচ্চা ও তার মা তিনজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল।

বুধবার গভীর রাতে স্বরূপ নগর ও ফজলগঞ্জের যৌথ পুলিশ দল ফজলগঞ্জ থানা এলাকার গোবিন্দপুরী শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালালে শহীদ পিচ্চার শ্যালক জিশান এবং তার ভাই ফয়জলকে গ্রেফতার করে। এদের প্রত্যেকের জন্য ২৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অন্য অভিযুক্তদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande