স্ত্রীর সঙ্গে ঝামেলা , শ্বশুর-শাশুড়িকে গলা কেটে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
লখনউ , ৩ জুলাই (হি.স.) : স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই কারণেই স্ত্রী ফিরে এসেছিলেন পিতৃগৃহে। স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি গিয়ে ছিল যুবক। কিন্তু, দেখা হতেই ফের বেঁধে যায় ঝামেলা। আর সেই বিবাদের মাশুল দিতে হল বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে। চোখের প
স্ত্রীর সঙ্গে ঝামেলা , ক্ষুব্ধ জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর-শাশুড়িকে গলা কেটে খুনের অভিযোগ


লখনউ , ৩ জুলাই (হি.স.) : স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই কারণেই স্ত্রী ফিরে এসেছিলেন পিতৃগৃহে। স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি গিয়ে ছিল যুবক। কিন্তু, দেখা হতেই ফের বেঁধে যায় ঝামেলা। আর সেই বিবাদের মাশুল দিতে হল বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে। চোখের পলকেই তাঁদের গলা কেটে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ,বুধবার গভীর রাতে উত্তর প্রদেশের লখনউয়ের আলমবাগ থানার অন্তর্গত গড়ি কিনৌরা এলাকায়। নিহতদের নাম অন্তরাম (৭৫) এবং তাঁর স্ত্রী আশা দেবী (৭৩)। দু’জনকেই ঘরের মধ্যে গলা কাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত জামাই, জগদীপ, তাঁর স্ত্রী পুনমকে নিতে শ্বশুরবাড়ি আসে। বিগত এপ্রিল মাস থেকেই পুনম স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে পিতৃগৃহে থাকছিলেন। বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়িতে পৌঁছেই স্ত্রীর সঙ্গে ফের বচসায় জড়িয়ে পড়ে জগদীপ। সেই সময় মধ্যস্থতা করতে এগিয়ে আসেন শ্বশুর ও শাশুড়ি। কিন্তু তাতেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত। আচমকাই ছুরি নিয়ে চড়াও হয় শ্বশুর-শাশুড়ির উপর। গলা কেটে দু’জনকেই হত্যা করে ।

তিনি আরও জানান, খুন করে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা জগদীপকে ধরে ফেলে। স্থানীয় বাসিন্দারা তাঁকে পুলিশের হাতে তুলে দেয়।

ধৃতকে হেফাজতে নিয়ে জেরা চলছে। প্রাথমিকভাবে অনুমান, স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে মানসিকভাবে চূড়ান্ত উত্তপ্ত হয়ে এই নৃশংস খুন করেছে অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande