তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৩ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশ বৃহস্পতিবার গাঁজা পাচারের অভিযোগে তিন মহিলাকে গ্রেফতার করেছে। খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার পুলিশ যানবাহন তল্লাশির সময় ওই মহিলাদের আটক করেছে।
সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাব-ইন্সপেক্টর সুমিত্রা দেববর্মা জানিয়েছেন, আগরতলা থেকে আমবাসাগামী একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়েছিল। তখন তিন সন্দেহভাজন মহিলা যাত্রীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫ কেজিরও বেশি শুকনো গাঁজা পাওয়া গেছে। বহিঃরাজ্যের ওই তিন মহিলাকে সাথেসাথে গ্রেফতার করা হয়। তেলিয়ামুড়া থানায় এনডিপিএস আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das