বিবাহিতা মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশের
মির্জাপুর, ৩ জুলাই (হি.স.): বুধবার রাতে চুনার কোতোয়ালি এলাকার মেদিয়া গ্রামে রমেশ যাদবের স্ত্রী কাজলের (২৬) মৃতদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন। চুনার পুলিশ ঘটনা
বিবাহিতা মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশের


মির্জাপুর, ৩ জুলাই (হি.স.): বুধবার রাতে চুনার কোতোয়ালি এলাকার মেদিয়া গ্রামে রমেশ যাদবের স্ত্রী কাজলের (২৬) মৃতদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন। চুনার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি নিজেরদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। এছাড়াও ফরেনসিক দলকে ডেকে ঘটনাস্থলটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করানো হয়।

স্থানীয়দের মতে, গভীর রাতে যখন বাড়ির অন্যান্য লোকেরা বাইরে বসে ছিল, তখন ঘরে দড়িতে ঝুলন্ত অবস্থায় কাজলের মৃতদেহ পাওয়া যায়। চিৎকার শুনে আশেপাশের লোকেরাও জড়ো হয়।

ঘটনার খবর পাওয়ার পরেই মৃতার বাবা রামচরণ যাদব অভিযোগ করেছেন, কাজলকে শ্বশুরবাড়িতে মারধর করা হত এবং মানসিকভাবে নির্যাতন করাও হত। তিনি দাবি করেন, এটি আত্মহত্যা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রে একটি হত্যাকাণ্ড। পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারের অভিযোগ তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande