সুলতানপুর, ২ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে তাঁর করা মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে উত্তর প্রদেশের সুলতানপুরের সাংসদ-বিধায়ক আদালতে একটি মানহানির মামলা দায়ের হয়েছিল। সাক্ষীর অনুপস্থিতির কারণে বুধবার সেই মামলার শুনানি ১৪ জুলাই পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে। বিজেপি নেতা বিজয় মিশ্র ২০১৮ সালে মামলাটি করেছিলেন।
২০২৩ সালের ডিসেম্বরে সাংসদ-বিধায়ক আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে পরোয়ানা জারি করে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাহুল গান্ধী আদালতে আত্মসমর্পণ করেন এবং ২৫ হাজার টাকা জমা রেখে তিনি জামিন পান। ২০২৪ সালের ২৬ জুলাই রাহুল গান্ধী আদালতে তার বক্তব্য নথিভুক্ত করেন, নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন যে মামলাটি তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। বিজেপি নেতা বিজয় মিশ্র অভিযোগ করেছিলেন যে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারের সময় অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ