মেঝেতে পড়ে মা ও সন্তানের ক্ষতবিক্ষত দেহ, চাঞ্চল্য দিল্লির লাজপত নগরে
নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): দিল্লির লাজপত নগর এলাকায় হাড়হিম হত্যা। ওই এলাকার এক আবাসনের ফ্ল্যাট থেকে বুধবার রাতে উদ্ধার হয় এক মহিলা ও তাঁর ছেলের ক্ষতবিক্ষত মৃতদেহ। মৃতদের নাম রুচিকা (৪২) এবং কৃষ (১৪)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মা-ছেলের দেহ উদ্ধ
Death


নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): দিল্লির লাজপত নগর এলাকায় হাড়হিম হত্যা। ওই এলাকার এক আবাসনের ফ্ল্যাট থেকে বুধবার রাতে উদ্ধার হয় এক মহিলা ও তাঁর ছেলের ক্ষতবিক্ষত মৃতদেহ। মৃতদের নাম রুচিকা (৪২) এবং কৃষ (১৪)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মা-ছেলের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বুধবার রাতে রুচিকার স্বামী কুলদীপ বাড়ি ফিরে দেখেন ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ। অনেকে বার ডাকাডাকি করার পরও কেউ দরজা খোলেননি। সিঁড়িতে রক্তের দাগও দেখতে পান তিনি। খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। এর পর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে, শোওয়ার ঘরে রুচিকার দেহ পড়ে রয়েছে এবং কৃষের দেহ রয়েছে বাথরুমে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, আর ফরেনসিক দল প্রমাণ সংগ্রহের কাজ করছে। ঠিক কী ঘটেছিল তা বুঝতে ঘটনাস্থলের চারপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande