উঠল সোনার দাম, রুপো ছুঁল এক লক্ষ দশ হাজার
নয়াদিল্লি, ২ জুলাই(হি.স.): সোনার দাম বিশ্বের বাজারে বেশ কয়েকদিন ধরেই কমেই চলেছে। ইরান-ইজরায়েল উত্তেজনা ধীরে ধীরে প্রশমিত হওয়ার পর নামছিল সোনার দাম। তবে বুধবার দেশের বাজারে সেভাবে সোনার দামে কোনও বদল হয়নি। টানা কিছু দিনের টালমাটাল অবস্থার পর বুধবার ফ
উঠল সোনার দাম, রুপো ছুঁল এক লক্ষ দশ হাজার


নয়াদিল্লি, ২ জুলাই(হি.স.): সোনার দাম বিশ্বের বাজারে বেশ কয়েকদিন ধরেই কমেই চলেছে। ইরান-ইজরায়েল উত্তেজনা ধীরে ধীরে প্রশমিত হওয়ার পর নামছিল সোনার দাম। তবে বুধবার দেশের বাজারে সেভাবে সোনার দামে কোনও বদল হয়নি।

টানা কিছু দিনের টালমাটাল অবস্থার পর বুধবার ফের চাঙ্গা হল দেশের সোনার বাজার। ২৪ ক্যারাট সোনার দাম এক লাফে ৯২০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। একই সঙ্গে রুপোর দরেও দেখা গেল রেকর্ড উত্থান। এক দিনে দাম বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১০ হাজার ৭০০ টাকা প্রতি কেজিতে। দেশের নানা শহরে বুধবার সোনার দর এই রকম ছিল।

দিল্লিতে ২৪ ক্যারাট সোনা প্রতি ১০ গ্রামে ৯৮,৫৬০ টাকা ও ২২ ক্যারাট সোনা ৯০,৩৬০ টাকা।

মুম্বইয়ে যথাক্রমে ৯৮,৪১০ টাকা ও ৯০,২১০ টাকা। চেন্নাই ও কলকাতাতেও দাম ছিল একই রকম।

কলকাতায় ২৪ ক্যারাট সোনা বিক্রি হয়েছে ৯৮,৪১০ টাকায় ও ২২ ক্যারাট সোনা ৯০,২১০ টাকায়।

রুপোর ক্ষেত্রেও রেকর্ড। বুধবার দিল্লির বাজারে রুপো প্রতি কেজিতে ৩ হাজার টাকা বেড়ে পৌঁছেছে ১ লক্ষ ১০ হাজার ৭০০ টাকায়। মুম্বই, কলকাতা, পাটনা, আহমেদাবাদ-সহ অন্যান্য শহরেও একই হারে দাম বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনার মজুত বৃদ্ধির জেরে দেশীয় বাজারেও এই দামবৃদ্ধি ঘটেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande