গয়নার বাজারে আগুন! বেড়েই চলেছে সোনা-রুপোর দাম
নয়াদিল্লি, ৩ জুলাই(হি.স.): সোনার দাম বিশ্বের বাজারে বেশ কয়েকদিন ধরেই কমেই চলেছে। ইরান-ইজরায়েল উত্তেজনা ধীরে ধীরে প্রশমিত হওয়ার পর নামছিল সোনার দাম। তবে বৃহস্পতিবার দেশের বাজারে সেভাবে সোনার দামে কোনও বদল হয়নি। টানা দ্বিতীয় দিন দেশের গয়নার বাজারে সো
গয়নার বাজারে আগুন! বেড়েই চলেছে সোনা-রুপোর দাম


নয়াদিল্লি, ৩ জুলাই(হি.স.): সোনার দাম বিশ্বের বাজারে বেশ কয়েকদিন ধরেই কমেই চলেছে। ইরান-ইজরায়েল উত্তেজনা ধীরে ধীরে প্রশমিত হওয়ার পর নামছিল সোনার দাম। তবে বৃহস্পতিবার দেশের বাজারে সেভাবে সোনার দামে কোনও বদল হয়নি। টানা দ্বিতীয় দিন দেশের গয়নার বাজারে সোনা-রুপোর দাম ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৮৪০ থেকে ৯২০ টাকা। একই সঙ্গে রুপোর দামেও হালকা বৃদ্ধি দেখা গিয়েছে।

বৃহস্পতিবার দিল্লি-সহ অধিকাংশ বড় শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯৯,৩৩০ থেকে ৯৯,৪৮০ টাকা প্রতি ১০ গ্রাম দরে। আর ২২ ক্যারেট সোনার দাম ৯১,০৫০ থেকে ৯১,২০০ টাকা।

দাম তালিকা (২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম):

দিল্লি: ৯৯,৪৮০ টাকা

মুম্বই: ৯৯,৩৩০ টাকা

কলকাতা: ৯৯,৩৩০ টাকা

চেন্নাই: ৯৯,৩৩০ টাকা

লখনউ, জয়পুর: ৯৯,৪৮০ টাকা

পাটনা, আহমেদাবাদ: ৯৯,৩৮০ টাকা

হায়দরাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর: ৯৯,৩৩০ টাকা

রুপোর বাজারও চাঙ্গা। বৃহস্পতিবার দিল্লিতে রুপোর দাম পৌঁছেছে প্রতি কেজিতে ₹১,১১,০০০-তে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ধাতুর দামের ওঠানামা ও ক্রেতার চাহিদা বৃদ্ধিই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande