মুম্বই,৩ জুলাই (হি.স.): নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি 'রামায়ণ'-এর অপেক্ষার অবসান হল। অবশেষে 'রামায়ণ'-এর প্রথম ভিডিও প্রকাশিত হল। এই ঝলকটিতে রণবীর কাপুরকে ভগবান রামের চরিত্রে খুবই চিত্তাকর্ষক দেখাচ্ছে এবং ভক্তরা তাঁর অবতার দেখে মুগ্ধ।
এই ছবিতে সুপারস্টার যশকে রাবণের শক্তিশালী চরিত্রে দেখা যাবে। টিজারে তাকে রণবীর কাপুরের মুখোমুখি দেখা যাবে। লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন রবি দুবে, আর হনুমানের চরিত্রে সানি দেওলকে তার শক্তিশালী স্টাইলে দেখা যাবে। বিভীষণের ভূমিকায় দেখা যাবে বিজয় সেতুপতিকে। শূর্পনখার ভূমিকায় দেখা যাবে রাকুল প্রীত সিংকে। এছাড়াও রাজা দশরথের ভূমিকায় অভিনয় করছেন অরুণ গোভিল এবং ভগবান ইন্দ্রের ভূমিকায় দেখা যাবে কুণাল কাপুরকে। ছবির তারকাদের তালিকা দেখে স্পষ্ট যে নীতেশ তিওয়ারির 'রামায়ণ' একটি দুর্দান্ত এবং ঐতিহাসিক অভিজ্ঞতা দেবে। ছবিটি দুটি অংশে দর্শকের সামনে আসবে। প্রথম অংশটি ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে। দ্বিতীয় অংশটি ২০২৭ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে আসবে। বিশেষ বিষয় হল সুপারস্টার যশ কেবল রাবণের ভূমিকায় অভিনয় করছেন না, বরং এই প্রকল্পের সাথে সহ-প্রযোজক হিসেবেও যুক্ত। রিপোর্ট অনুসারে, 'রামায়ণ'-এর বাজেট প্রায় ৮৩৫ কোটি টাকা। যা এটিকে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় ছবি করে তুলেছে। দর্শকদের মধ্যে প্রচণ্ড উৎসাহ রয়েছে এবং ভক্তরা এটি সম্পর্কে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন