১৭ বছর পর ফের পর্দায় অক্ষয়-সইফ, আসছে 'হাইওয়ান'
মুম্বই, ৩ জুলাই (হি.স.): ১৭ বছর পর ফের একসঙ্গে বড়পর্দায় ফিরছেন অক্ষয় কুমার ও সইফ আলি খান। পরিচালনায় রয়েছেন প্রিয়দর্শন, যিনি ''হেরা ফেরি'', ''ভুল ভুলাইয়া''-র মতো ছবিতে দর্শকদের মাতিয়ে দিয়েছেন। এই থ্রিলার ঘরানার ছবির নাম রাখা হয়েছে ‘হা
১৭ বছর পর ফের পর্দায় অক্ষয়-সইফ, আসছে 'হাইওয়ান'


মুম্বই, ৩ জুলাই (হি.স.): ১৭ বছর পর ফের একসঙ্গে বড়পর্দায় ফিরছেন অক্ষয় কুমার ও সইফ আলি খান। পরিচালনায় রয়েছেন প্রিয়দর্শন, যিনি 'হেরা ফেরি', 'ভুল ভুলাইয়া'-র মতো ছবিতে দর্শকদের মাতিয়ে দিয়েছেন। এই থ্রিলার ঘরানার ছবির নাম রাখা হয়েছে ‘হাইওয়ান’। নির্মাতাদের দাবি, গল্পের সঙ্গে নামটি পুরোপুরি মানানসই। জানা গেছে ,২০২৫ সালের আগস্ট থেকে শ্যুটিং শুরু হবে। সব ঠিকঠাক চললে ২০২৬ সালের মাঝামাঝি মুক্তির সম্ভাবনা।

প্রসঙ্গত ,সর্বশেষ ২০০৮-এ 'টশন' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল অক্ষয়-সইফকে। এর আগে 'ম্যায় খিলাড়ি তু অনাড়ি'(১৯৯৪), 'তু চোর ম্যায় সিপাহী' (১৯৯৬) , 'কিমত'(১৯৯৮) -এর মতো হিট জুটিতে তাঁরা দারুণ সফল হয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande