শ্রীভূমি (অসম), ২ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলার চা বাগান এলাকার খালি জমিতে অয়েল পাম চাষ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে আজ বুধবার শ্রীভূমির জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদীর পৌরোহিত্যে তার সরকারি কার্যালয়ের সভাকক্ষে জেলার প্রধান কয়েকটি চা বাগানের জেনারেল ম্যানেজার ও অন্যান্য ম্যানেজারদের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনএমইও-ওপি প্রকল্পের অধীনে চা বাগান এলাকায় অয়েল পাম চাষ ও ভর্তুকি নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলাশাসক চা বাগান ম্যানেজমেন্টের প্রতিনিধিদের অয়েল পাম চাষের জন্য চা বাগানের ৫ শতাংশ খালি জমির প্রস্তাব আগামী ২০ জুলাইয়ের মধ্যে জেলা কৃষি বিভাগে জমা দিতে আহ্বান জানান যাতে আগামী অক্টোবরের মধ্যে গাছ লাগানো সম্ভব হয়।
এদিনের সচেতনতা সভায় ডিডিসি দীপক জিডুং, এডিসি নিলোৎপল পাঠক, সহকারী আয়ুক্ত রংবামন তেরন, জেলা কৃষি আধিকারিক হেমেন দাস, জেলা নোডাল অফিসার সফিকুল ইসলাম, কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ও প্রধান ড. পুলকাভ চৌধুরী এবং গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস