কোডারমা, ৩ জুলাই: ঝাড়খণ্ডের কোডারমা জেলায় পৃথক তিনটি পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক চালক। আহত হয়েছেন আরও তিন জন।
বৃহস্পতিবার সকালে কোডারমা-ঘাটিতে একটি ছাই বোঝাই হাইভা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক মুকেশ যাদবের(৩৫)। তিনি বিহারের নালন্দা জেলার বাসিন্দা। জানা গিয়েছে, গাড়ির ব্রেক ফেল করায় সেটি রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে।
অন্যদিকে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে তিলাইয়া থানার অন্তর্গত মহারানা প্রতাপ চৌক ও গুমো সাতপুলিয়া এলাকায় দু’টি পৃথক দুর্ঘটনায় রক্ষা পান যাত্রীরা। রাস্তায় কিছু গরু হঠাৎ গাড়ির সামনে এসে পড়ায় গরুদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এক শিশু-সহ দুই জন আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে,গাড়ির ধাক্কায় তিনটি গরুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরে পথচলতি মানুষ ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য