লেহ, ৩ জুলাই (হি.স.): লেহ-লাদাখ সড়কে একটি তেলের ট্যাঙ্কার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে সড়ক দুর্ঘটনার কারণে ট্যাঙ্কারের চালক এবং তার সহযোগী ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধারের চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত তাদের দুজনেরই মৃত্যু হয়েছিল। মৃতদের এখনও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া