রাঁচি,২ জুলাই (হি.স.): আগামী ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত ঝাড়খণ্ডের সবকটি জেলায় টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানাল বুধবার আবহাওয়া দফতর। ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ জায়গায় বুধবার সকাল থেকে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে।
বিগত ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে রাঁচির কাঁকে এলাকায়।
এছাড়াও, ঘাটশিলা, গোবিন্দপুর, ডুমরি, পালগঞ্জ, মানোহরপুর, কুমারডুঙ্গি, মহারো ও নামকুম-সহ একাধিক এলাকায় ৩০ থেকে ৫০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার আবহাওয়া দফতরের জানান , আগামী তিন দিন ঘন মেঘ ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কৃষিকাজ এবং জনজীবনে তার প্রভাব পড়বে বলেই আশঙ্কা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য