সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে কর্মবিরতি পালন সরকারি কর্মচারীদের
কলকাতা, ৪ জুলাই (হি. স.) : রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা আদায়ের দাবিতে আগামী ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন তা রাজ্যের সমস্ত দফতরে ওই কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়। এদিকে, শুক্রবার এই দাবিকে সমর্থন করে এদিন
সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে কর্মবিরতি পালন সরকারি কর্মচারীদে


কলকাতা, ৪ জুলাই (হি. স.) : রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা আদায়ের দাবিতে আগামী ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন তা রাজ্যের সমস্ত দফতরে ওই কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়। এদিকে, শুক্রবার এই দাবিকে সমর্থন করে এদিন দুপুর ২ টো থেকে ৪ টে পর্যন্ত পেন–ডাউন কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীরা। কলকাতা হাইকোর্টের কর্মচারীবৃন্দ এই কর্মবিরতি পর্বে সামিল হয়েছেন। পেন ডাউন কর্মসূচি পালন করা হয় নব মহাকরণেও। অনেক কর্মী ওই সময় অনুপস্থিত থাকেন। সংগঠনের কলকাতা জেলার আহ্বায়ক অর্জুন সেনগুপ্ত, দক্ষিণ ২৪ পরগনার আহ্বায়ক অশোক রায় ও অপূর্ব সমাদ্দার একযোগে বলেন, - আগামী ২৮ জুলাই সোমবার রাজ্য সচিবালয় নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই উপলক্ষে এক সপ্তাহ আগে ২১ জুলাই শহীদ মিনারের নিচে মেধা ও শ্রম শহীদ দিবস পালন করবেন তারা। বর্তমান সরকার তথা রাজ্যের শাসকদলের মদতেই বকেয়া মহার্ঘ্য ভাতা দেওয়া হচ্ছে না। দিনের পর দিন সরকারি কর্মীদের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে সুপরিকল্পিতভাবে। সরকারি কোষাগারে অর্থ থাকলেও তা নিয়ে গড়িমসি করছে রাজ্য সরকার এবং পাওনা টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না। বৃহত্তরে আন্দোলনে সামিল হওয়ার অপেক্ষায় তাদের সকলেই রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande