আমবাসা (ত্রিপুরা), ৪ জুলাই (হি.স.) : পশু স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শুক্রবার ধলাই জেলার ছাওমনুতে নবনির্মিত পশু চিকিৎসালয় ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস।স্থানীয় বিধায়ক শম্ভু লাল চাকমা এবং সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই উদ্বোধনের অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রাণী সম্পদ বিকাশ দফতরের এই উদ্যোগটি এলাকায় পশু চিকিৎসার পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে একটি প্রগতিশীল পদক্ষেপ। তিনি আরও বলেন, “নবনির্মিত এই পরিকাঠামো ছাওমনু এবং এর সংলগ্ন এলাকায় গৃহপালিত পশুদের সময়োপযোগী এবং কার্যকর যত্ন প্রদানের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে।
মন্ত্রী সুধাংশু দাস গবাদি পশুর সুস্থতা নিশ্চিত করার জন্য এই চিকিৎসালয়ের গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, গবাদি পশু গ্রামীণ পরিবারের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, উন্নত পরিকাঠামো এবং নিবেদিতপ্রাণ কর্মীদের সাহায্যে আমরা গবাদি পশুর জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে এবং স্থানীয় কৃষকদের জন্য একটি শক্তিশালী সহায়তা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। পশুপালন আমাদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণের সাথে নিবিড়ভাবে জড়িত। এই সুবিধাটি গ্রামীণ উন্নয়নের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das