মেলাঘর (ত্রিপুরা), ৪ জুলাই (হি.স.) : সাত দিন মাসির বাড়িতে থাকার পর শুক্রবার উল্টো রথে নিজ বাড়ি অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ফিরলেন ভগবান জগন্নাথ। উল্টো রথকে কেন্দ্র করে সিপাহীজলা জেলার মেলাঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে ব্যাপক ভিড় জমান ভক্তরা।
পুনরায় ভক্তের টানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ফিরলেন নিজ বাড়িতে। এদিকে মেলাকে কেন্দ্র করে জগন্নাথ দেবের দর্শন নিতে মেলা প্রাঙ্গনে উপস্থিত হন ত্রিপুরার মন্ত্রিসভায় সদ্য মন্ত্রী পদের শপথ নেওয়া কিশোর বর্মণ।
তিনি বলেন, প্রভু জগন্নাথের কৃপায় তিনি মন্ত্রী হয়েছেন। তার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেটা পুঙ্খানুপুঙ্খ পালন করার চেষ্টা করবেন। এদিম মেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায় সহ অন্যান্যরা।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das