একুশ ঘণ্টা পর ট্ৰেন চলাচল শুরু লামডিং-বদরপুর পাহাড় লাইনে
হাফলং (অসম), ৪ জুলাই (হি.স.) : একুশ ঘণ্টা পর আজ শুক্রবার লামডিং-বদরপুর পাহাড় লাইনে ফের ট্ৰেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা ২-টা নাগাদ মুপা ও দিহাকু স্টেশনের মধ্যবর্তী ৫১/৩-২ কিলোমিটারে পাহাড় থেকে মাটি নেমে আসায় পাহাড় লাইনে ট্ৰেন চলাচল স্থগি
দ্বিতীয় যাত্রীবাহী ট্রেন


হাফলং (অসম), ৪ জুলাই (হি.স.) : একুশ ঘণ্টা পর আজ শুক্রবার লামডিং-বদরপুর পাহাড় লাইনে ফের ট্ৰেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা ২-টা নাগাদ মুপা ও দিহাকু স্টেশনের মধ্যবর্তী ৫১/৩-২ কিলোমিটারে পাহাড় থেকে মাটি নেমে আসায় পাহাড় লাইনে ট্ৰেন চলাচল স্থগিত রাখা হয়েছিল।

বৃহস্পতিবার দুপুরে পাহাড় লাইনে ভূমিধসের জেরে বেশ কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করার পাশাপাশি মাঝপথ থেকে কিছু ট্রেনের আংশিক যাত্রা বাতিল করে দিয়েছিল উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। পাহাড় লাইনের নিউহাফলং স্টেশনে আটকে রাখা হয়েছিল আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেস, সাব্রুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস। তবে আজ সকাল দশটা নাগাদ মুপা ও দিহাকু স্টেশনের মধ্যবর্তী ৫১/৩-২ কিলোমিটার অংশে ধস সরিয়ে রেলপথ সচল করে তোলার পর আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেস ধস-বিধ্বস্ত এলাকা পেরিয়ে যায়।

তার পর পাহাড় লাইনে আটকে পড়া সবকয়টি যাত্রীবাহী ট্রেন পার হয়ে যায় মুপার ধস-বিধ্বস্ত এলাকা। এখন পাহাড় লাইনে রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠেছে।

এদিকে বৃহস্পতিবার পাহাড় লাইনে ধস পড়ার পর ক্ষতিগ্রস্ত এলাকায় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হয়ে গোটা রাত কাজ করে রেলপথ সারাইয়ের কাজ সম্পূর্ণ করেছেন।

অন্যদিকে ধসের জেরে বদরপুর, নিউহাফলং, লামডিং স্টেশনে আটকে পড়া রেলযাত্রীদের রাতের খাবার, পানীয় জল ও বিস্কুটের ব্যবস্থা করেছেন রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত ১১ দিনের মধ্যে পাহাড় লাইনে দু-দুবার এভাবে ধস নেমে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande